• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

হবিগঞ্জে ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

24live@21
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

জেলার চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দন্ডাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জীবধরছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)।

রায় ঘোষণাকালে শাকিল আহমেদ আদালতে উপস্থিত থাকলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী সালাউদ্দিন শুরু পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পেশকার জিয়াউর রহমান জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামে ভুক্তভোগীদের ঘরে কৌশলে প্রবেশ করে জীবধরছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, একই গ্রামের উসমান আলীর ছেলে সালাউদ্দিন ও আব্দার রাজ্জাকের ছেলে হারুন প্রকাশ রানা মা ও মেয়েকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর তিনজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম ২০২১ সালের ৩১ মে এবং ২০২২ সালের ২০ জুন তারিখে ওসি তদন্ত গোলাম মোস্তফা সম্পূরক চার্জশিট দাখিল করেন। আসামী শাকিল আহমেদ আদালতে ১৬৪ ধাারয় জবানবন্দি প্রদান করে ঘটনার দায় স্বীকার করে। পরে বিজ্ঞ বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামী প্রকাশ রানার বিরুদ্ধে এই ঘটনায় শিশু আাদলতে মামলা বিচারাধীন রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট আবুল মনছুর চৌধুরী বলেন, আদালত যে রায় দিয়েছে এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এই রায়ে আসামীরা এ ধরনের অপরাধ করতে সাবধান থাকবে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ