আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজনেওয়াজ রাজু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. শফিউল আজমসহ জেলার বিভিন্ন গীর্জার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণও সভায় অংশ নেন।
সভায় বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
এছাড়া সরকারের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় বিশেষ বরাদ্দ প্রদান করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান
সূত্র :বাসস