জেলার লোহাগড়ায় নুসরাত জাহান (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার গিলাতলা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা সজিব কাজী ও সৎমা জুবায়দা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নুসরাত জাহানকে ঘুম পাড়ানোর কথা বলে ঘরে নিয়ে যায় সৎমা জুবায়দা বেগম। পরে শিশুটিকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের অন্য সদস্যরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা জুবায়দা বেগম ও বাবা সজিব কাজীকে থানায় আনা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সূত্র :বাসস