বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে সাথী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে আজ আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মাঠে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআইআর) আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: আবু তাহের সভাপতিত্ব করেন। আখের সাথে সাথী ফসল রসুন চাষ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআরআই পাবনার ঈশ্বরদীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলাম, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, আখলাছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ বিক্রির জন্য সময়মতো পুঁজি না পাওয়া, পোকার আক্রমণে আখ নষ্ট হলেও কীটনাশক না পাওয়া, আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে সময় বেশি লাগা, বিক্রির পর সময়ের টাকা অসময়ে পাওয়া, দাম কমের কারণে লাভ কম- এসব কারণে দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এ জন্য আখ চাষে বিমুখ চাষীদের উদ্বুদ্ধ করতে আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন, পেঁয়াজ, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে চাষিদের বিনামূল্যে সব ধরণের সহযোগিতা করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। বক্তারা আরও বলেন, বর্তমানে আখের সাথে কপি, ব্রকলি, ওলকপি, লেটুস, রসুন এ পেঁয়াজ চাষ করে এখন লাভের মুখ দেখছেন আখ চাষিরা।
সূত্র :বাসস