প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে খিলগাঁও রয়েল ক্লাব।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন খিলগাঁও থানা পুলিশ ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সালাউদ্দিন মোল্লা, ক্লাবের সভাপতি মো: সেলিম তাওহীদ, সাধারণ সম্পাদক নূরের তাসলিম তাপস, ক্লাবের ইসি মেম্বার ও সদস্য।
খিলগাঁও রয়েল ক্লাব ঈদ উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি বছরের বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ ও সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।
প্রায় ৬ শতাধিক মানুষের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়