র্যাবের মাদক বিরোধী অভিযানে ০৬ জুন দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ১৪৩ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ সুমন হোসেন (২৮), আল্লাকুল আশিক হৃদয় (১৯) তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। র্যাব জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার জন্য হস্তান্তর করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪৩ বোতল ফেনসিডিলসহ ০৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা।