• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

এএসপিদের সমাপনী কুচকাওয়াজ: স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বললেন, ‘অনিবার্য কারণে স্থগিত’

Md Islam
আপডেটঃ : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রোববার অনুষ্ঠেয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিতের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শুধু বললেন, ‘অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’ এরপর সাংবাদিকেরা একাধিকবার প্রশ্ন করলেও ‘ওটা ক্লিয়ার করা হয়েছে, ভালো থাকেন’ বলেই তিনি চলে যান।

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বাজারদর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে সমাপনী কুচকাওয়াজ স্থগিতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি ওই মন্তব্য করে সদর দপ্তরের ভেতরে চলে যান। এ সময় তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেলা আড়াইটার দিকে আরএমপি সদর দপ্তর থেকে গাড়িতে ওঠেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে সাংবাদিকেরা আবার একই প্রশ্ন করেন তাঁকে। কিন্তু তিনি উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান। তখন সাংবাদিকেরা আইজিপিকে ঘিরে ধরে একই প্রশ্ন করলে তিনিও কোনো উত্তর দেননি।

সারদায় পুলিশ একাডেমিতে এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণসহ কয়েকটি কর্মসূচি নিয়ে গতকাল শনিবার রাজশাহী আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাতে তিনি পুলিশ একাডেমিতে রাত্রিযাপন করেন। হঠাৎ রাতেই আজ সকালের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করার কথা জানানো হয়। ‘অনিবার্য কারণবশত’ কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। তবে অনিবার্য কারণ কী, তা স্পষ্ট করা হয়নি।

সাধারণত বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদার পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ শেষ হয় এবং এরপর তাঁরা মাঠপর্যায়ে কাজে যুক্ত হন।

আওয়ামী লীগ সরকারের আমলে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এতে অন্তত ৬২ জন ছাত্রলীগ নেতা নিয়োগ পেয়েছেন বলে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকতে তাঁকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যানের কথাও জানান তিনি।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হওয়ার পর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘প্রোগ্রাম ক্যানসেল করেছে পুলিশ একাডেমি সারদা। কিছুদিন ধরে চলা অনুষ্ঠান, স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল থেকেই রাজশাহীতে থাকার পরও মাত্র জানাল ক্যানসেল করা হয়েছে। কিছু বুঝলেন? আওয়ামী ফ্যাসিস্টদের আমরা কখনো গ্রহণ করব না। তদন্ত হোক, পরে যোগ্য ব্যক্তি নিয়োগ পাক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ