ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাস ও লরির সংঘর্ষে মো.এমদাদ শাওন (২৮) নামে এক যুবক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিনের স্ত্রী রতœা আক্তার (৪০), দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫) ও বরিশাল জেলার উজিরপুর থানার পূর্ব মন্ডলপাড়া গ্রামের মফিজ বেপারীর ছেলে মাইক্রোবাস চালক আল আমিন (২৮) । আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শাওন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার বাউশিয়া পাখির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন,ঢাকা থেকে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে নোয়াখালী ফিরছিল। পথিমধ্যে বাউশিয়া পাখির মোড়ে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির সাথে ধাক্কা লাগে । এতে হতাহতের ঘটনা ঘটে। এ সময় হাইওয়ে টহলরত পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটানাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, লাশ ভবের চর ফাঁড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : বাসস