• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

গোপালগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন

24live@21
আপডেটঃ : বুধবার, ৫ জুলাই, ২০২৩

নি¤œজলাভূমি বেষ্টিত জেলা গোপালগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠাল থেকে কৃষকরা ৪ কোটি ৮০ লাখ টাকা আয়ের আশা করেছেন। এ জেলার মধ্যে সবচেয়ে বেশি কাঁঠাল ফলে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায়। এছাড়া

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় উপজেলায় অল্প-বিস্তর কাঁঠালের উৎপাদিত হয়। গোপালগঞ্জ জেলায় বাড়ির আঙ্গিনা ও রাস্তারপাশে সাধারণত কাঁঠালের আবাদ হয়। এ জেলায় কাঁঠালের কোন বাগান নেই। বৈশাখ মাসের শেষ থেকে জেলার কাঁঠাল পাকতে শুরু করেছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এ জেলায় কাঁঠাল পাওয়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, এ জেলার ৫ উপজেলায় কমপক্ষে ৬০ হাজার কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে ২০টি কাঁঠাল ধরেছে। সে হিসেবে এ জেলায় আনুমানিক ১২ লাখ কাঁঠাল উৎপদিত হয়েছে।

প্রতিটি কাঁঠাল গড়ে ছোট বড় দিয়ে গাছ থেকে ৪০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁঠাল বিক্রি করে জেলার কৃষকরা ৪ কোটি ৮০ লাখ টাকা আয় করবেন বলে আশা করা হচ্ছে। কাঁঠাল ক্রয় ও চালান ব্যবসার সাথে জড়িতরা আরো অন্তত ২৫ লাখ টাকা আয় করবেন । কাঁঠাল পরিবহন ও লোড-আনলোড করে পরিবহন এবং শ্রমিকরা ভ ভালো টাকা পাচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে বলে জানান ওই কৃষি কর্মকর্তা। এখন জেলায় কাঁঠালের বাণিজ্য জমজমাট।

কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের রেজা আহমেদ বলেন, আমরা ১০টি গাছে অন্তত ৫০০ কাঁঠাল হয়েছে। আমি ৪০০ কাঁঠাল ৫০ টাকা দরে ২০ হাজার টাকায় বিক্রি করেছি। ১০০ কাঁঠাল নিজেরা খাব ও আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করব। কাঁঠাল উৎপাদনে কোন খাচর বা পরিচর্যা নেই। তাই বিক্রির পুরো টাকাই লাভ।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, গ্রীস্মের রসালো ফল কাঁঠাল। কম দামের এ ফলটি পুষ্টি গুণে ভরপুর। এটি আমাদের জাতীয় ফল। পাঁকা কাঁঠাল অনেকেরই পছন্দের খাবর। কাঁঠাল খেয়ে সব শ্রেণি পেশার মানুষ পুষ্টি পান। কাঁঠালের বিচি সবজি হিসেবে খাওয়া যায়। কাঁচা কাঁঠালের এঁচর অনেকের কাছেই প্রিয়। তাই কাঁঠালের ভক্ষণযোগ্য অংশই বেশি। কাঁঠালের তেমন কিছুই ফেলনা নয়।

গোপালগঞ্জ শহরের ব্যবসায়ী জাফর হোসেন বলেন, কাঁঠালের সময় ৩ মাস কাঁঠালের ব্যবসা করি। আগে যশোরসহ বিভিন্ন জেলা থেকে কাঁঠাল গোপালগঞ্জে আসত। সেই কাঁঠাল বিক্রি করতাম। এখন গোপালগঞ্জেও প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়। এসব কাঁঠাল গোপালগঞ্জেই বিক্রি হয়। এছাড়া বাইরের জেলা থেকেও কাঁঠাল আসছে। কাঁঠাল ভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি করে ২০ থেকে ৫০ টাকা লাভ করছি। এখন কাঁঠালের ভারা মৌসুম চলছে। বাজারে কাঁঠালের আমদানীও প্রচুর। বেচা-কোনাও ব্যপক। কাঁঠাল বিক্রি করে প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছি।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ