ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালি কর্তৃপক্ষ। গত সোমবার উপকূল থেকে তাদের উদ্ধার করে দক্ষিণাঞ্চলের দ্বীপ সিসিলির পোজায়ো শহরে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার ইতালির সংবাদ সংস্থা আনসার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধার সবাই মূলত বাংলাদেশের নাগরিক।
লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা গত রোববার বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে ৩০ জনের প্রাণহানির আশঙ্কা করছে ইতালির কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে, ওই নৌকায়ই ইতালি উপকূলে গিয়েছেন এই বাংলাদেশিরা।
তারও আগে গত ২৬ ফেব্রুয়ারি ইতালির কারাব্রিয়া অঞ্চলের কাছে আরেকটি নৌকা ডুবে ৭৯ জনের প্রাণহানি হয়।
দাতব্য সংস্থা ‘অ্যালার্ম ফোন’র অভিযোগ, রোববার অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যাওয়ার আগে তারা বিপদের খবর পায় এবং শনিবার ইতালি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি, যার কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে।
আফ্রিকাসহ দরিদ্র ও উন্নয়নশীল অঞ্চল থেকে ইউরোপে অবৈধভাবে প্রবেশের প্রধানতম রুট মনে করা হয় ইতালিকে। অভিবাসনপ্রত্যাশী অনেকে দালালের সহায়তায় লিবিয়া উপকূল থেকে নৌকায় ভূমধ্যসাগরে বিপজ্জনক পথে যাত্রা করে এবং ইতালিতে ভিড়বার চেষ্টা করে। এর মধ্যে নৌকা ডুবে অনেকের প্রাণহানি হয়, ভাগ্য সুপ্রসন্ন হলে অনেকে উদ্ধার হয়।
সূত্র :দৈনিক বাংলা