• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

হ্যাট্টিক জয়ের পর প্রথম হার সাকিবের মন্ট্রিলের

24live@21
আপডেটঃ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

হ্যাট্টিক জয়ের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম হারের লজ্জা পেল সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্স। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাম্পটন উলভসের কাছে ১৫ রানে হেরেছে মন্ট্রিল। ম্যাচে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করেন সাকিব। এই হারের পরও ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে সাকিবের মন্ট্রিল।

কানাডার ব্রাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মন্ট্রিল। ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমনে আসা সাকিবের প্রথম বলে বাউন্ডারি মারেন পাকিস্তানের উসমান খান। তৃতীয় বলে ছক্কা হাঁকান কানাডার অ্যারন জনসন। ওভারের শেষ বলে জনসনের উইকেট উপড়ে ফেলেন সাকিব। ১টি ছক্কায় ৫ বলে ৬ রান করেন জনসন।

সাকিবের শুরুর ধাক্কা সামলে উঠে ১৯ দশমিক ৫ বলে ১৪৩ রানের সংগ্রহ পায় উলভস। ৪০ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় উলভসের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। মন্ট্রিলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্র্যাথওয়েট সংযুক্ত আরব আমিরাতের আয়ান আফজাল খান ৪টি করে উইকেট নেন। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব।

জবাবে ১৪৪ রানের টার্গেটে মন্ট্রিলের দুই ওপেনার দ্রুত ফিরলে পাওয়ার প্লের সুবিধা নিয়েছেন তিন নম্বরে নামা সাকিব। তার মারমুখী ব্যাটিংয়ে ৬ ওভারে ২ উইকেটে ৪২ রান পায় মন্ট্রিল। এসময় ৪টি চারে ১৫ বলে ২০ রান করেন সাকিব। দলের রান হাফ-সেঞ্চুরি পার করে দিয়ে অষ্টম ওভারে থামেন সাকিব। ৪টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৮ রান করেন বাংলাদেশী অলরাউন্ডার।

দলীয় ৬১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাকিব ফেরার পর মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। এতে ৫ বল বাকী থাকতে ১২৮ রানে অলআউট হয় মন্ট্রিল। উলভসের নেদারল্যান্ডসের লোগান ভেন বিক৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন গ্র্যান্ডহোম।

এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ