• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

নারায়ণগঞ্জের কাশিপুরে বিস্ফোরণে আহত ১৬, আশঙ্কাজনক ৫ জন

24live@21
আপডেটঃ : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

জেলার সদর উপজেলার উত্তর কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় আজ একটি অটোরিকশার শো-রুমে বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেওয়ানবাড়ি এলাকার স্বপন মিয়ার মালিকানাধীন মুচকান ভবনের একতলায় অবস্থিত মুচকান মটরসে এই বিস্ফোরণ হয়। ভবনটি চারতলা। পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে। ভবনের মালিকের আত্মীয় ঘটনার প্রত্যক্ষদর্শী আলী আহমেদ জানান, এ ভবনটির একতলায় মুচকান মটরস ও রফরফ মটরস নামের দু’টি অটোরিকশার শো-রুম রয়েছে। সকাল সোয়া ৯টায় তিনি ভবনের পাশে তার দোকান খুলছিলেন। হঠাৎ মুচকান মটরস থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণে মনে হচ্ছিলো কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো। বিস্ফোরণে মুচকান মটরস সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এর দেয়াল ধ্বসে পড়ে। পিলার বাঁকা হয়ে যায়। পাশের রফ-রফ মটরসও একই রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আশে পাশের প্রায় পঁচিশটি বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে বাড়ি ঘরের ভিতরে চলে গেছে। মনে হচ্ছে যেন বোমা বিস্ফোরণ হয়েছে। রাস্তা দিয়ে যেতে থাকা অটোরিকশাও উল্টে যায়। বিস্ফোরণে মুচকান মটরস’র বাড়ির লোকজনসহ, আশেপাশের পথচারি, অটো রিক্সার ড্রাইভার, নির্মাণ শ্রমিকসহ কমপক্ষে ১৬জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, মুচকান ভবনের নিচ তলায় মুচকান মটরসে অটো রিক্সার শো-রুমে আনুমানিক পঞ্চাশটি অটোরিক্সা ছিলো। প্রচুর ব্যাটারি ছিলো। এসিড ছিলো। যেগুলি দিয়ে হয়তো ব্যাটারি রি-পেয়ার করা হতো। এখানে চার্জও দেয়া হতো ব্যাটারিতে। এসব থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। সকালে এখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিচ তলার চারদিকের দেয়াল ধ্বসে পড়ে। বিল্ডিংয়ের কিছু অংশ খালের উপরেও আছে। সে অংশ কিছুটা দেবে গেছে। অটোরিকশাগুলি বিস্ফোরণে ছিটকে পড়ে। ফতুল্লা ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করে। পুরো বিল্ডিংটি এখন ঝুঁকিপূর্ণ। কারণ বিল্ডিংয়ের কলাম, বেইজমেন্টের বীম ও কলামও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবনটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা এ ভবনে কাউকে যেতে মানা করছি। এখানে অটোরিকশার পার্টস কিনে এনে এসেম্বল করে বিক্রি করা হতো।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফরহাদ জানান, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে মোট ১৬জন আসে। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত কেউ আসেনি বা হাসপাতালে এসে মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাদের পাঠানো হয়েছে তারা হচ্ছে, হাসান (৩০), কাওসার (২০), মোহাম্মদ রানা (৩৫), টিটু (৭০), আব্দুর রাজ্জাক (৪৫)। এছাড়া আহত বাকিরা হচ্ছে শাহেদা (৫০), আলী আকবর (২০), আশক আলী (২০), মিনু বেগম (৫০), আবুল হোসেন (৭৫), সাত্তার (২০), নাসিমা (৫০), মোর্শেদা বেগম (৫৫), রবিউল (২১), তাহের দেওয়ান (৫০), শাহানাজ (৩৮)।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ