জার্সি নম্বর ১৭, জার্সি নম্বর ৩৩৩—আইপিএল দর্শকদের চেনা দুই জার্সি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) এবি ডি ভিলিয়ার্স ১৭, আর ক্রিস গেইল ৩৩৩ নম্বর জার্সি পরতেন। দুজনের কেউই আর আইপিএলে নেই। আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, টি–টোয়েন্টির দুই মহাতারকাকে সম্মান জানাতে তাঁদের জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সিকে অবসরে পাঠানো হয়েছে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলগত অর্জন এখনো শূন্য। তিনবার ফাইনালে উঠে একবারও শিরোপা জিততে পারেনি। ট্রফি না জিতলেও আইপিএল দর্শকদের সব সময়ই আকৃষ্ট করেছে আরসিবি।
দলটিতে একসঙ্গে খেলেছেন সময়ের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটার গেইল, ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি এখনো খেলে চলেছেন। তবে কয়েক মৌসুম আগেই বিদায় নিয়েছেন গেইল, ডি ভিলিয়ার্সরা।
গেইল ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আরসিবিতে খেলেছেন, এর মধ্যে সেঞ্চুরি ছিল ৫টি। ২০১৫ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা ৬৬ বলে ১৭৫* রানের ইনিংসটি এখনো আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুতে খেলেছেন ১১ মৌসুম। মোট ১৫৬ ম্যাচ খেলে রান করেছেন ৪ হাজার ৪৯১, যার মধ্যে ৩৭টি ফিফটি ও ২টি সেঞ্চুরি ছিল।
শুক্রবার আরসিবির টুইটার হ্যান্ডল থেকে এ দুজনের জার্সিকে অবসরে পাঠানোর কথা জানানো হয়, ‘আরসিবি লেজেন্ডসদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করার সময় ডি ভিলিয়ার্স ও গেইলের প্রতি ট্রিবিউট হিসেবে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে দেওয়া হবে।’
২৬ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে ‘আনবক্স’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আরসিবি। সেখানে ডি ভিলিয়ার্স ও গেইলের উপস্থিতিতে তাঁদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
সূত্র :প্রথম আলো