জেলায় আজ একটি মাদক মামলায় হারুনুর রশিদ টুটুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
রায়ে সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও স্পেশাল ট্র্যাইবুন্যাল ৫ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এডভোকেট নৃপেন্দ্র নাথ ম-ল জানান, সাজাপ্রাপ্ত হারুনুর রশিদ টুটুল (৪২) বগুড়া সদরের কারমাইকেল রোড মালগ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি ভোরে পাঁচবিবি উপজেলার বেড়াখাই সড়কে স্কুল ব্যাগে রাখা ৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ হারুনুর রশিদ টুটুলকে আটক করে জয়পুরহাটের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করে ডিবি ।
ওই দিনই গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করে ।
মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট রায়হান নবী।
সূত্র :বাসস