জেলার কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হয়েছে হিন্দু র্ধমালম্বীদের ঐতিহ্যবাহী অন্যতম র্ধমীয় উৎসব রাস পূজার আনুষ্ঠানকিতা।
এ মেলায় হিন্দু পুণ্যার্থীদের পাশাপাশি লক্ষাধিক মানুষের কুয়াকাটায় আগমন ঘটে। রাসমেলা ও সৈকতে পুণ্যস্নানকে ঘিরে কুয়াকাটা রাস উদযাপন কমিটিকে সব ধরনের সহায়তা দিয়ে থাকেন জেলা প্রশাসন, পৌরসভা, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
তাই কুয়াকাটার রাঁধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে নতুন সাজ।সাজিয়ে তোলা হয়ছে ১৮ জোড়া যুগল প্রতিমা।
২৭ নভম্বের ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গা স্নান এদিকে রাসমেলা উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন, পটুয়াখালী জেলা প্রশাসন থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো সৈকত সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে থাকবে টুরিষ্স্ট পুলিশ ও র্যা ব সদস্যরা। পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এমন তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র :বাসস