জেলার দাগনভূঞায় মোটরসাইকেলের ধাক্কায় সাহাব উদ্দিন (৫৫) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন দাগনভূঞা পৌরসভার গণিপুর এলাকার আবদুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাহাব উদ্দিন রাতে উপজেলার গণিপুর বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে সিলোনিয়া বাজারে যান। সেখান থেকে কাজ শেষ করে বাড়ি আসার জন্য সিলোনিয়া বাজারে সিএনজি অটোরিকশায় ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মাটিকে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নিজাম দুর্ঘটনা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্র :বাসস