আগেরদিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দিয়ে কাল ঢাকায় ফিরেই ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। তার শতকের সহায়তায় প্রাইম ব্যাংক সাত উইকেটে হারিয়েছে মোহামেডানকে।
ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তামিম অপরাজিত ১০৯ রান করে ম্যাচসেরা হন। মোহামেডানের এটি টানা চতুর্থ হার। ঢাকা লিগে এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। কাল সেঞ্চুরি হয়েছে আরও দুটি।
বিকেএসপিতে ফজলে মাহমুদের শতকে (১০১) ব্রাদার্স ইউনিয়নকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ রানে হারিয়েছে শেখ জামাল। বিকেএসপির আরেক মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেও শাইনপুকুরকে জেতাতে পারেননি অমিত হাসান (১০৪)।
টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। টানা চার ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকও।
প্রথমে ব্যাট করে মোহামেডান মাত্র ১৯৯ রান করে। জবাবে তামিম ও মুশফিকের ব্যাটে সহজে লক্ষ্যে পৌঁছে প্রাইম ব্যাংক। তামিম ১৫৬ বলে ১২ চারে ১০৯* রান করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২২তম সেঞ্চুরি। মুশফিক ৫৭ বলে দুই চারে করেন ৩৯* রান। জাতীয় দল থেকে ফিরে তারা অবিচ্ছিন্ন ১১৯ রানে জুটি গড়েন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফজলে মাহমুদের দশম সেঞ্চুরি ও নুরুল হাসানের (৬৬) হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ২৮৭ রান করে শেখ জামাল। ফজলের ১১৬ বলের ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কা। জবাবে ১৯৫ রানে অলআউট হয় ব্রাদার্স। বৃষ্টি-আইনে শেখ জামাল জেতে ১১ রানে।
জিয়াউর রহমান নেন চার উইকেট। শাইনপুকুরের দুই ব্যাটার অমিত হাসান (১০৪) ও সাজ্জাদুল হক (৫৭) ভালো করলেও বাকিরা ব্যর্থ। মাত্র ২০৭ রান করে তারা। চিরাগ জানি চার উইকেট নিয়েছেন। মাশরাফি পেয়েছেন তিন উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাত উইকেট হারায় রূপগঞ্জ। ইরফান শুক্কুর ৪৩ ও চিরাগ ৪২ রান করেন। ১৭৭ রানের পর খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির দরুন সাত বল বাকি থাকতে তিন উইকেটে জয়ী হয় রূপগঞ্জ।
সূত্র :যুগান্তর