• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন মেডিকেলে ভর্তিতে ‘অটোমেশন’ বাতিলের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ মা নেই, কারাগারে বাবা : শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

প্রথমবারের মত হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশ

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই, প্রথমবারের মত এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টাইগাররা।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এ বছর এ বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিলো টাইগাররা। এ বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার এ বছরে প্রথমবারের মত ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে।

এর আগে ২০০৮ সালে ৯টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭টি ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪টি ম্যাচে অংশ নিয়েছিলো টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। এ বছর আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ^ রেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি এ বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১টি ম্যাচ খেলতে নেমেছিলো অসিরা।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ