লেবাননে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের রাজধানী বৈরুতে। জানা গেছে, বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স বলছে, আজ শনিবার ২০টির বেশি পৃথক বিমান হামলার কথা জানা গেছে। একের পর এক হামলায় লোকজন ঘরবাড়ি ছেড়ে পার্ক, ফুটপাত কিংবা বৈরুতের সৈকতে বেরিয়ে আসেন।
গতকাল শুক্রবারও বৈরুতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে, সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কোনো বিবৃতি দেয়নি। তবে হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, তাঁর (নাসরুল্লাহ) নাগাল পাওয়া যায়নি।
যদিও ইসরায়েলের পক্ষ থেকেও হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। তবে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এটা জানিয়েছেন।
হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে এখনই বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় আমাদের সাফল্যের বিষয়টি তারা লুকিয়ে রাখে।’
এর আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানায়, হাসান নাসরুল্লাহ বেঁচে আছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনেও হাসান নাসরুল্লাহর নিরাপদে থাকার কথা জানানো হয়েছে। এ বিষয়ে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান হাসান নাসরুল্লাহর বিষয়ে হালনাগাদ খোঁজখবর নিয়েছে।
গতকালই যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তাঁর দেশ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হলো।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯১ জন। গত কয়েক সপ্তাহের হামলায় দেশটিতে ৭০০ জনের বেশি নিহত হয়েছেন।
এদিকে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় কয়েক শ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরানসমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা। হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরেও। ইসরায়েল বলেছে, এসবব হামলায় ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়েছে।